Install IntelliJ IDEA on PC

How to install IntelliJ IDEA on pc, how to install java, jetbrains, code editor, ide

 আজকে আমরা দেখব কীভাবে IntelliJ IDEA আমাদের পিসিতে ইন্সটল করতে পারি।

IntelliJ IDEA  একটি Code Editor/IDE (Integrated Development Environment), এটির দুটি ভার্সন রয়েছে, 

১. IntelliJ IDEA Ultimate (প্রো ভার্সন, ৩০ দিনে ফ্রি ট্রেয়ালের পর টাকা দিয়ে কিনতে হয়)

২. IntelliJ IDEA Community Edition (ফ্রি ভার্সন)

এই ব্লগটি দেখার পর আপনি IntelliJ IDEA Community Edition টি ইন্সটল করতে পারবেন আপনার পিসি তে। 

https://www.jetbrains.com/idea/download/

এই লিংকে ক্লিক করলে তাদের ওয়েব সাইটে চলে যাবেন, আপনার পিসি OS সে নিজেই ডিটেক্ট করে নিবে। 

উপরের লিংকে ক্লিক করলে নিচের পিকের মতো ওয়েব সাইটটি দেখতে পাবেন,

IntelliJ IDEA web site photo
photo source: https://www.jetbrains.com/idea/download/

এই পেজে নিচে স্কোল করলে দেখতে পাবেন IntelliJ IDEA Community Edition লিখা আছে আর নিচে Download বাটন রয়েছে, 

বিঃদ্রঃ মনে রাখবেন Download এর পাশে যদি Windows OS হয় তাহলে .exe (Windows) অথবা Linux হলে .ter.gz (Linux) অথবা Mac OS হলে .dmg (Apple Silicon) যেন লিখা থাকে, এতে করে ডিরেক ইন্সটল করতে পারবেন।

Download বাটনে ক্লিক করে ডাউনলোড হতে দিন, ডাউনলোড শেষ হলে একটি সফটওয়্যার যেভাবে ইন্সটল করে সেভাবে ইন্সটল করুন।

POST CREADIT:

Writer Name: Sahariyar Ahamad

Post published: VividNote

একটি মন্তব্য পোস্ট করুন